Easy English Grammar Learning: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ গাইড
Easy English Grammar Learning: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ গাইড ইংরেজি আজকের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।আজকের দিনে ছাত্রছাত্রীদের ইংরাজি ভাষাকে শেখা একান্ত প্রয়োজন। বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য WBBSE -এর ইংরেজি ব্যাকরণ অনেক সময় জটিল মনে হতে পারে।তাই WB Study Hub এর এটা একটা ছোটো প্রচেষ্টা ,ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ)WBBSE এর সকল ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে , যার সাহায্যে খুব সহজে এবং ভালো ভাবে WBBSE এর সিলেবাস ভিত্তিক English Grammer শিখতে পারবে এবং বুঝতে পারবে। তবে সঠিক পদ্ধতি, নিয়মিত চর্চা এবং কার্যকরী টিপস মেনে শেখা হলে এটি সহজ হয়ে যায়। এই ব্লগটি বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা সহজভাবে ইংরেজি ব্যাকরণ শিখতে পারে, পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারে এবং আত্মবিশ্বাসী হতে পারে। Table of Contents Letters and Words (বর্ণ এবং শব্দ ) Sentence, Subject & Predicate and Kind of Senteces (বাক্য, উদ্দেশ্য, বিধেয় এবং বাক্যের শ্রেণি বিভাগ ) Pa...