Easy English Grammar Learning: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ গাইড

Easy English Grammar Learning: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ গাইড


ইংরেজি আজকের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।আজকের দিনে ছাত্রছাত্রীদের  ইংরাজি ভাষাকে শেখা একান্ত প্রয়োজন। বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য WBBSE-এর ইংরেজি ব্যাকরণ অনেক সময় জটিল মনে হতে পারে।তাই WB Study Hub এর এটা একটা ছোটো প্রচেষ্টা ,ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ)WBBSE এর সকল ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে , যার সাহায্যে খুব সহজে এবং ভালো ভাবে WBBSE এর সিলেবাস ভিত্তিক English  Grammer শিখতে পারবে এবং বুঝতে পারবে।  তবে সঠিক পদ্ধতি, নিয়মিত চর্চা এবং কার্যকরী টিপস মেনে শেখা হলে এটি সহজ হয়ে যায়। এই ব্লগটি বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা সহজভাবে ইংরেজি ব্যাকরণ শিখতে পারে, পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারে এবং আত্মবিশ্বাসী হতে পারে।


Table of Contents

  1. Letters and Words (বর্ণ এবং শব্দ )
  2. Sentence, Subject & Predicate and Kind of Senteces (বাক্য, উদ্দেশ্য, বিধেয় এবং বাক্যের শ্রেণি বিভাগ )
  3. Parts of Speech ( বাক্যের অংশসমূহ )
  4. Classifiaction of Nouns (বিশেষ্যের শ্রেণিবিভাবগ )
  5. Numbers of Noun and Pronoun (বিশেষ্য ও সর্বনামের বচন )
  6. Gender (লিঙ্গ )
  7. Verb (ক্রিয়া )
  8. Tense (কাল  )
  9. Pronouns and its Classifications (সর্বনাম এবং তার শ্রেণিবিভাগ )
  10. Adjectives (বিশেষণ )
  11. Punctuations (যতি চিহ্ন )
  12. Contracted Form (সংকুচিত রূপ )
  13. Opposite Words (বিপরীত শব্দ )
  14. Synonyms (সমার্থক শব্দ )
  15. Adverbs (বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ )
  16. Prepositions (অব্যয় )
  17. Conjunctions (সংযোজক অব্যয়)
  18. Interjection (আবেগসূচক অব্যয় )
  19. Use of Articles (আর্টিকেলের ব্যবহার )


1. Letters and Words (বর্ণ এবং শব্দ )

বাংলা ব্যাকরণে যেরকম দুরকম বর্ণ আছে ঠিক তেমনি ইংরেজি ব্যাকরণে অর্থাৎ English  Grammer -এও  একই রকম Letters আছে। A থেকে Z পর্যন্ত (ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ) ২৬টা Letters আছে।

২৬টা Letters এর মধ্যে ৫টা Letters Vowel - A,E,I,O,U -এই ৫টি হলো Vowel  বা স্বরবর্ণ। মনে রাখবে বাংলায় স্বরবর্ণ ছাড়া যেমন শব্দ গঠন হয় না সেরকম ইংরেজিতে Vowel ছাড়া Word গঠন হয় না। 

A,E,I,O,U- এই ৫টি Vowel ছাড়া W এবং Y -এই দুটি letter কখনো vowel হিসাবে ব্যবহৃত হয় সেই কারণে W এবং Y -এই দুটি letter কে Semi Vowel বলা হয়। W এবং Y যখন কোনো word এর মধ্যে বা শেষে বসে তখন এই দুটি letter vowel হয়। 

২৬ টি letter এর মধ্যে ৫টি vowel আর ২১ টি হলো consonant । 
ইংরেজির এই vowel  আর consonant মিলে ২৬টি letter কে Alphabet (বর্ণমালা ) বলা হয়। 


ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহারের একটি উদাহরণ নিচে দেওয়া হলো-
1) বাক্যের বা সেনটেন্সের প্রথমে সব সময় প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়ে থাকে
যেমন- Amul Babu is a teacher.

           Raju is a good boy.

           Mango is a our national fruit.

এক বা একাধিক লেটার বা অক্ষর পরপর বসে যদি তার সঠিক অর্থ প্রকাশ করে তাকে Word বা শব্দ বলে।   

যেমন - Cow eats grass.  

এখানে Cow, eats, grass -এগুলো হলো এক একটা আলাদা আলাদা শব্দ যেগুলি পাশাপাশি বসে একটা সঠিক অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে। 

একবারে একটি শব্দের যে অংশটুকু উচ্চারণ করা যায় তাকে Sylllable বলে।  

উচ্চারণ অনুসারে Syllable-কে চার ভাগে ভাগ করা হয়। সেগুলি হল Monosyllable, Disyllable, Trisyllable আর Polysyllable. 

যে সকল শব্দগুলি অর্থাৎ যে সকল Word একবারেই উচ্চারণ করা যায় তাদের Monosyllable বলা হয়। 

যেমন- Cat, Dog, Man, Boy ইত্যাদি।  

যে সমস্ত শব্দ বা word দুইবারে উচ্চারণ করা যায় তাদের বলে Disyllable । 
 যেমন- Sister, Writter, Animal ইত্যাদি। 

যে সমস্ত Word তিনবারে উচ্চারণ করা যায় তাদের Trisyllable বলে। 
যেমন- Potato, Technical, Furniture ইত্যাদি। 

যে সমস্ত শব্দ বা word চারবার বা তার বেশি বারে উচ্চারণ করা যায় কাকে Polysyllable বলে। 
যেমন- Behaviour, Conditional, Institutional ইত্যাদি। 

এক বা একাধিক Word বা শব্দ পরপর সাজিয়ে যদি সেই ওয়ার্ডগুলির দ্বারা মনের সম্পূর্ণ রূপের প্রকাশ পায় তাকে Sentence বা বাক্য বলে।  

যেমন- I am a student .  

এখানে I, am, a, student - এগুলো এক একটি শব্দ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে। 

Finite Verb বা সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠিত হয় না।  

 

Conclusion

বাংলা মাধ্যম শিক্ষার্থীদের জন্য WBBSE-এর ইংরেজি ব্যাকরণ শেখা এখন আগের চেয়ে অনেক সহজ। সঠিক গাইডলাইন, নিয়মিত চর্চা এবং ধৈর্য নিয়ে অনুশীলন করলে কেউ সহজেই ইংরেজি ভালোভাবে শিখতে পারে। WB Study Hub এই শিক্ষার পথে শিক্ষার্থীদের সম্পূর্ণ সাহায্য করে।

Final Tips: Practice makes perfect. প্রতিদিন ৩০ মিনিট ইংরেজি চর্চা করুন, এবং ফলাফল নিজেই দেখতে পাবেন।


এখানে শিখতে পারবেন:
Easy English Grammar, WBBSE English, বাংলা মাধ্যম ইংরেজি, ইংরেজি ব্যাকরণ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, WB Study Hub, Bangla Medium Students English, English Grammar Tips, Tense in English, Parts of Speech Bangla, English Vocabulary Bangla

বাংলা মাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ ইংরেজি ব্যাকরণ শেখার সম্পূর্ণ গাইড। WBBSE-এর Tense, Parts of Speech, Sentence Structure, Vocabulary এবং অনুশীলনের টিপস। WB Study Hub-এর সাহায্যে সহজে ইংরেজি শিখুন।