WB Study Hub হলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে WBBSE Board Class 1 থেকে Class 10 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস, সাজেশন, প্রশ্নপত্র, সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতির টিপস পাওয়া যায়। এখানে শিক্ষার্থীরা সহজ ভাষায় বিস্তারিত পড়াশোনার উপকরণ পাবে যা তাদের পড়াশোনা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।
অষ্টম অধ্যায়: মুঘল সাম্রাজ্যের সংকট
১) মারাঠারা কোথায় বাস করতো ?
উ :- পুণে ও কঙ্কন অঞ্চলে।
২) শিবাজী কোন সময় মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন ?
উ :- খ্রিষ্ট্রীয় সপ্তদশ শতকে।
৩) শিবাজীর বাবা কে ছিলেন ?
উ :- শাহজী ভোঁসলে।
৪) শাহজী ভোঁসলে কোথাকার জায়গীরদার ছিলেন ?
উ :- বিজাপুরের সুলতানের জায়গীরদার ছিলেন।
৫) জিজা বাই কে ছিলেন ?
উ :- জিজা বাই ছিলেন শিবাজীর মা।
৬) শিবাজীর শিক্ষক কে ছিলেন ?
উ :- দাদাজি কোন্ড দেব।
৭) সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন ?
উ :- আফজল খান।
৮) কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল ?
উ :- ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজী জয় সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
৯) শিবাজী কত বার সুরাট আক্রমন করেছিলেন ?
উ :- দুবার।
১০) অষ্টপ্রধান কাকে বলা হত ?
উ :- শিবাজীর আটজন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান।
১১) স্বরাজ্য কি ?
উ :- মারাঠারা নিজেদের রাজ্যকে স্বরাজ্য বলতো।
১২) বর্গী কাদের বলা হত ?
উ :- যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করতো তাদের বর্গী বলা হতো।
১৩) মাবলে বা মাওয়ালী কাকে বলা হত ?
উ :- শিবাজী একসময় পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করছিলেন। তখন তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালী।
১৪) কে কত সালে খালসা তৈরি করেন ?
উ :- ১৬৯৯ খ্রিস্টাব্দের গুরু গোবিন্দ সিংহ।
১৫) ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল?
উ:- অর্থনৈতিক পরিবর্তন - ঔরঙ্গজেব যখন শাসন করতেন তখন মুঘল সাম্রাজ্যের আকৃতি ও বিস্তার বিশাল ছিল। এই বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্ম চালানোর ব্যয় ভারও ছিল বিশাল। ফলে অর্থনৈতিক সংকট অবশ্যম্ভাবী হয়েছিল। এমন মনসবদারের সংখ্যা ছিল বেশি। ফলে এই পদকে লাভ করবার জন্য সেখানকার অভিজাতদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছিল, যার ফলে অশান্তি ছড়িয়ে পড়েছিল। এছাড়া এই সময় জাঠ, সৎনামী বিদ্রোহ কৃষি ব্যবস্থায় সংকট সৃষ্টি করেছিল।
রাজনৈতিক পরিবর্তন- এই সময় মারাঠাশক্তি মোগলদের বিরুদ্ধে বার বার বিদ্রোহ করে এবং তাদের দমন করার মতো শক্তি ঔরঙ্গজেব এর ছিল না।। এছাড়া শিখদের সঙ্গে মোগলদের সম্পর্ক ভালো যাচ্ছিল না।