আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি প্রশ্নোত্তর | পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস ও সমাধান

WB Study Hub হলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে WBBSE Board Class 1 থেকে Class 10 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস, সাজেশন, প্রশ্নপত্র, সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতির টিপস পাওয়া যায়। এখানে শিক্ষার্থীরা সহজ ভাষায় বিস্তারিত পড়াশোনার উপকরণ পাবে যা তাদের পড়াশোনা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।

Table of Content 

  1. শরীর  
  2. খাদ্য  
  3. পোশাক  
  4. ঘরবাড়ি  
  5. পরিবার  
  6. আকাশ  
  7. সম্পদ  
  8. সাবধানতা  

1. অধ্যায়: শরীর



১) ফুটবল খেলায় কিসের কাজ হয় ? 

উ :- পায়ের কাজ বেশি হয়।  

২) ক্রিকেট খেলায় কিসের কাজ হয় ? 

উ :- হাত ও পায়ের কাজ হয়।  

৩) কোন খেলা পায়ে খেলা হয় ? 

উ :- এক্কাদোক্কা।  

৪) কোন খেলায় খুব ছুটতে হয় ? 

উ :- লুকোচুরি খেলায়।  

৫) কি দিয়ে আমরা শ্বাস নিই ? 

উ :- নাক দিয়ে।  

৬) শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে ? 

উ :- বক্ষদেশ।  

৭) কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে ? 

উ :- মুখমণ্ডল।  

৮) কান মুখ ছাড়া আর কোথায় কোথায় নোংরা জমে ? 

উ :- নাকে।   

৯) কি জন্য শুনতে অসুবিধা হয় ? 

উ :- কান বুজে গেলে। 

১০) কানের ভিতরে কি আছে ? 

উ :- একটা পাতলা পর্দা।  

১১) শরীরের কোথায় কোথায় নোংরা জমে ? 

উ :- হাতে, পায়ে, গায়ের চামড়ায় যেখানে যেখানে ভাঁজ থাকে, সেখানে ময়লা জমে। এছাড়াও পিঠে, ঘাড়ে, কানের পিছনে।  

১২) শীতকালে গোড়ালি ফেটে যায় কেন ? 

উ :- শীতকালে পায়ের গোড়ালিতে নোংরা জমার জন্য গোড়ালি ফেটে যায়।  

১৩) সুস্থ থাকার জন্য আমাদের কি করা উচিত ?

উ :- আমাদের উচিত নিয়মিত গা-হাত-পা পরিষ্কার করা। 

১৪) আমরা পরিষ্কার করার পর কি করা দরকার ? 

উ :- একটু তেল মাখা দরকার ভালো করে।  

১৫) নখ কাটার পর হাত ধোয়া উচিত?  

উ :- হ্যাঁ, উচিত।  

১৬) নেল মানে কি ? 

উ :- নখ। 

১৭) মুখ থেকে গন্ধ বেরোয় কেন ? 

উ :- দাঁতে ময়লা জমার জন্য।  

১৮) জিভ ছোলা কিসের জন্য ব্যবহার করা হয় ? 

উ :- জিভ পরিষ্কার করার জন্য।  

১৯) চোখে কি নোংরা জমে? তাহলে কি তা কিভাবে পরিষ্কার করা যায় ?  

উ :- চোখে নোংরা জমে নোংরা গুলি শক্ত হয়ে গেলে একটু জল দিয়ে ভেজালেই তা নরম হয়ে যায় তখন অতি সহজেই পরিষ্কার করা যায়।  

২০) পঞ্চেন্দ্রিয় কি ?  
উ :- আমাদের পাঁচটি অঙ্গ -চোখ, কান, জিভ, নাক এবং ত্বক বা চামড়া এগুলোকে একসঙ্গে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়।  
২১) কোনো একটি ইন্দ্রিয় অকেজো হলে কি হয়?  
উ :- আমাদের কোনো একটি ইন্দ্রিয় অকেজো হলে অন্য অঙ্গগুলি তার কাজে সাহায্য করে।  
২২) চোখ দিয়ে আমরা কি করি ? 
উ :- চোখ দিয়ে আমরা দেখি।  
২৩) বেশি স্পর্শ অনুভব করা যায় কোথায় ? 
উ :- যেখানে চামড়া পাতলা সেখানে বেশি স্পর্শ অনুভব করা যায়।  
২৪) কানামাছি খেলার সময় কোন কথাটি বলতে হয় ? 
উ :- কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো।  
২৫) রক্তাল্পতা কি ? 
উ :- রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গেলে রক্তাল্পতা হয়।  
২৬) আমরা কিসের সাহায্যে ফুলের গন্ধ অনুভব করতে পারি ? 
উ :- নাকের সাহায্যে।  
২৭) হাতে কাটা ফুটলে চোখে জল আসে কেন ? 
উ :- হাতে কাটা ফুলে চোখে জল আসে কারণ একটি ইন্দ্রিয়ের আঘাত লাগল অন্যটির কষ্ট হয়।  
২৮) আমাদের চোখে হঠাৎ আলো লাগলে কি হয় ? 
উ :- আমাদের চোখে হঠাৎ আলো লাগলে চোখ বুজে যায়।  
২৯)  সাঁতার ছাড়া আরও দুটি কাজের নাম বল যার দ্বারা ব্যায়াম হয়।  
উ :- ফুটবল খেলা আর পিটি করা।  
৩০) শালিক পাখি কি খায় ? 
উ :- কেচো খায়।  
৩১) কাঠবেড়ালি কি করে খায় ? 
উ :- হাতে করে খায়।  
৩২) শিম্পাঞ্জি কেমন ভাবে দাঁড়ায় ? 
উ :- শিম্পাঞ্জি প্রায় মানুষের মত দাঁড়ায় কিছুটা সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়।  
 


অধ্যায় : খাদ্য

১) একটা টক জাতীয় ফলের নাম লেখো।   
উ :- কুল।  
২) একটা মিষ্টি খাবারের নাম বলো।  
উ :- রসগোল্লা।  
৩) একটা তেতো খাবারের নাম বলো।  
উ :- নিম বেগুন।  
৪) একটা ঝাল খাবারের নাম লেখো।   
উ :- ঝাল চানাচুর।  
৫) সাধারণত কোন খাবারের নাম শুনলে জিভে জল আসে ? 
উ :- টক খাবারের নাম শুনলে। 

৬) কোন জিনিসটা খাবারে হজম করতে সাহায্য করে ?   

উ :- মুখের লালা।   

৭) আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান কি ?  

উ :- খাদ্য।    

৮) কয়েকটি শাকের নাম লেখ।   

উ :- কলমি শাক, লাউ শাক, ঢেঁকি শাক ইত্যাদি।   

৯) কোন শাক খেলে বুদ্ধি বাড়ে ?  

উ :- ব্রাহ্মী শাক।   

১০) খাদ্য কাকে বলে ?  

উ:- যা খেয়ে হজম করা যায় তাকে খাদ্য বলে। 

১১) গরুর প্রধান খাদ্য কি ?  

উ :- ঘাস। 

১২) শাকসবজি আমাদের কি উপকার করে ?  

উ :- শাকসবজি আমাদের শরীরে অনেক উপকার করে। যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে।   

১৩) একটি ভাল জাতের খাবারের নাম লেখ। 

উ :- দুধ এবং ফল।    

১৪) এটি কুখাদ্যের নাম লেখ।   

উ :- পচা ভাত।   

১৫) প্রধানত কি ধরনের খাবার খাওয়া উচিত ?  

উ :- টাটকা খাবার।     

১৬) মানুষের একটা অখাদ্যের নাম বলো।   

উ :- খড়।    

১৭) একটা সুস্বাদু খাবারের উদাহরণ দাও।  

উ :- দুধ।   

১৮) খাদ্য নষ্ট হয় কিসের জন্য ?  

উ :- ছাতা পড়ে।   

১৯) পাঁচটি মানুষের খাদ্যের নাম বলো। 

উ :- ভাত, রুটি, মাছ, মাংস, সবজি।   

২০) পাঁচটি অখাদ্যের নাম বলো।   

উ :- ডালের খোসা, ঘাস, খড়, তুষ, খোল। 

২১) পাঁচটি কুখাদ্যের নাম বলো। 

উ :- বাসি রুটি, বাসি তরকারি, পচা ভাত, পচা ফল, পচা ডিম। 

২২) খাবার খাওয়ার আগে কি কি ভাবা উচিত ?

উ :- খাবার খাওয়ার আগে ভাবতে হবে খাবারটা যেন টাটকা হয়, যেন বাসি না হয় আর হজমের সহায়ক হবে।   

২৩) ধানের বীজটা আসলে কি ?  

উ :- চাল।   

২৪) কি করে আটা হয় ?  

উ :- বীজ গুঁড়ো করে আটা হয়। 

২৫) ফুলকপি গাছের কুঁড়ি কি ?  

উ :- গাছের ফুল। 

২৬) কড়াইশুঁটির খাদ্য কি ?  

উ :- কড়াইশুঁটির বীজ খাদ্য, খোসাটা খাদ্য নয়।   



ধ্যায় - স্বাস্থ্যই সম্পদ 


১) আমাদের প্রধান সম্পদ কি ? 

উ :-  সুস্থ শরীরই আমাদের সম্পদ। 

২) কি করলে আমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারবো ? 

উ :- ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা দরকার। 

৩) আমাদের আর কি করা দরকার ?

উ :- সাঁতার কাটাও দরকার। 

৪) সাঁতার কাটলে কি হয় ?

উ :- সাঁতার কাটলে গোটা শরীরের ব্যায়াম হয়, ভালো ঘুমও হয় শরীর আরো ভালো থাকে। 

 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃতীয় শ্রেণি পাতাবাহার বাংলা বই PDF | পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Primary Board)

Easy English Grammar Learning: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বাংলামাধ্যম শিক্ষার্থীদের জন্য সহজ গাইড