পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।
Table of Content
- সত্যি সোনা
- আমরা চাষ করি আনন্দে
- নিজের হাতে নিজের কাজ
- দেয়ালের ছবি
- সারাদিন
- ফুল
- আজ ধানের খেতে
- সোনা
- নদী
- নদীর তীরে একা
- নৌকা যাত্রা
- ঢেউয়ের তালে তালে
- পর্যটন
- গাছেরা কেন চলাফেরা করে না
- জুঁই ফুলের রুমাল
- সাথী
- একা একা থাকতে নেই
- আরাম
- হিংসুটি
- মন কেমনের গল্প
- দেশের মাটি
- কিসের থেকে কি যে হয়
- আগমনী
- উড়ুক্কু ভূত
- কে ছিলেন ইশপ
- পান্তা বুড়ি
- ঘুমিয়ো নাকো আর
1.অধ্যায় : সত্যি সোনা
১) 'সত্যি সোনা' গল্পটি কার লেখা?
উ :- 'সত্যি সোনা' গল্পটি একটি প্রচলিত গল্প।
২) কার কঠিন অসুখ করেছে?
উ :- বুড়ো চাষির কঠিন অসুখ করেছে।
৩) বুড়ো চাষি তার ছেলেকে ডেকে কি বললে?
উ :- বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বললো -"ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই"।
৪) চাষির ছেলে কেমন প্রকৃতির?
উ :- ভারী অলস প্রকৃতির। অথচ টাকা-পয়সার লোভ তার ষোলো আনা।
৫) ছেলের চোখ লোভে চকচক করে উঠলো কেন?
উ :- বুড়ো চাষী তার ছেলেকে যখন বলল যে আমাদের চাষের জমির নিচে সোনা লুকানো আছে, তখন এই কথা শুনে চাষির ছেলের চোখ লোভে চকচক করে উঠলো।
৬) বুড়ো চাষির ছেলের বউ কেমন?
উ :- খুব বুদ্ধিমতী।
৭) চাষির ছেলে কিসের কথা ভাবতে পারতো না?
উ :- ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারেনা।
৮) বুড়ো চাষির সংসারে কে কে ছিল ?
উ :- বুড়ো চাষি, তার ছেলে আর ছেলের বউ।
৯) বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো ?
উ :- লোভে চক চক করে উঠলো।
১০) বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যান নি ?
উ :- জমির কোন জায়গায় সোনা পোঁতা আছে, সেটা বলে যান নি।
১১) চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়ে ছিল?
উ :- পাঁচ বিঘা।
১২) চাষির ছেলের প্রথম রোজকারে কে খুশি হয়েছিল?
উ :- চাষির ছেলের বউ।
১৩) কোদাল ছাড়া আর কি কি জিনিস দিয়ে মাটি কাটা যায়?
উ :- নিড়ানি, শাবল ইত্যাদি।
১৪) চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে এলো?
উ :- হাটে।
১৫) 'ষোলো আনা' শব্দের অর্থ কি
উ :- পুরোপুরি বা সম্পূর্ণ।
১৬) 'গরিমসি' শব্দের অর্থ কি?
উ :- আলসেমি।
১৭) চাষির ছেলে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন?
উ :- চাষির ছেলে ছিল ভীষণ অলস। কিন্তু টাকা পয়সার লোভ ভীষণ ছিল। সে সারাদিন রাত শুয়ে বসে দিন কাটাতো। তাই সে
নিজে চাষ করার কথা ভাবতে পারতো না।
অধ্যায় : কিসের থেকে কি যে হয়
উ :- কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়।
২) কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল ?
উ :- কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল।
৩) কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল ?
উ :- বাঁ হাতে কাটারি ধরেছিল।
৪) ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল?
উ :- হাতির কানে।
৫) কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত?
উ :- কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে কাঠ কাটার জন্য বনে যেত। কাঠগুলি বেশিরভাগই শুকনো থাকত। দুপুরে ফিরে সেই কাঠগুলো দিয়ে তারা উনুন জ্বালাতো রান্না করবার জন্য।
৬) কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? সে রেগে গিয়ে কি করেছিল?
উ :- কাঠবেড়ালি রেগে গিয়েছিল কারণ কাঠ কাটতে এসে মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার লেজ কেটে গিয়েছিল।
রেগে গিয়ে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা ফলে কামড় দিয়েছিল।
৭) হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে পাখির কি ক্ষতি করেছিল?
উ :- হরিণ ভয় পেয়েছিল কারণ সে গাছের নিচে শুয়ে ছিল তার ওপর গাছ থেকে কাঠবেড়ালি একটি ফল ফেলেছিল আবার যদি তার মাথায় ফল পড়ে তাই সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। যাবার সময় ছোট পাখিদের বাসা ও ডিম ভেঙ্গে দিয়েছিল।
৮) হাতি কেন চাষিদের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল?
উ :- হাতি যখন জঙ্গলে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা ছোট পাখি এসে তার কানে ঢুকে পড়েছিল। তাই সে যন্ত্রনায় দৌড়াদৌড়ি করে চাষীর ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল।
৯) কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির কোন হাতে কামড়ে দিয়েছিল?
উ :- ডানহাতে।
১০) কিশোরী মেয়েটি কাঠ পিঁপড়ের কোথায় সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল?
উ :- কোমরে।
অধ্যায় : আগমনী