তৃতীয় শ্রেণি পাতাবাহার বাংলা বই PDF | পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Primary Board)

WB Study Hub হলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে WBBSE Board Class 1 থেকে Class 10 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস, সাজেশন, প্রশ্নপত্র, সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতির টিপস পাওয়া যায়। এখানে শিক্ষার্থীরা সহজ ভাষায় বিস্তারিত পড়াশোনার উপকরণ পাবে যা তাদের পড়াশোনা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও প্রাথমিক স্তরের পরীক্ষার্থীদের জন্য WB Study Hub একটি নির্ভরযোগ্য গাইড, যেখানে শিক্ষার্থীরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং আপডেটেড সিলেবাস এক জায়গায় পাবে। আমাদের লক্ষ্য হলো পড়াশোনাকে সহজ, আকর্ষণীয় এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলা, যাতে প্রত্যেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে।
👉 যদি আপনি পশ্চিমবঙ্গের WBBSE Madhyamik Exam Preparation বা Class 1–10 Study Notes খুঁজছেন, তবে WB Study Hub হবে আপনার সেরা অনলাইন লার্নিং সাপোর্ট।


Table of Content

  1. সত্যি সোনা  
  2. আমরা চাষ করি আনন্দে  
  3. নিজের হাতে নিজের কাজ  
  4. দেয়ালের ছবি  
  5. সারাদিন  
  6. ফুল  
  7. আজ ধানের খেতে  
  8. সোনা  
  9. নদী  
  10. নদীর তীরে একা  
  11. নৌকা যাত্রা  
  12. ঢেউয়ের তালে তালে  
  13. পর্যটন  
  14. গাছেরা কেন চলাফেরা করে না  
  15. জুঁই ফুলের রুমাল  
  16. সাথী  
  17. একা একা থাকতে নেই  
  18. আরাম  
  19. হিংসুটি  
  20. মন কেমনের গল্প  
  21. দেশের মাটি  
  22. কিসের থেকে কি যে হয়  
  23. আগমনী  
  24. উড়ুক্কু ভূত  
  25. কে ছিলেন ইশপ  
  26. পান্তা বুড়ি  
  27. ঘুমিয়ো নাকো আর 



1.অধ্যায় : সত্যি সোনা

১) 'সত্যি সোনা' গল্পটি কার লেখা?   
উ :- 'সত্যি সোনা' গল্পটি একটি প্রচলিত গল্প।   
২) কার কঠিন অসুখ করেছে? 
উ :- বুড়ো চাষির কঠিন অসুখ করেছে।   
৩) বুড়ো চাষি তার ছেলেকে ডেকে কি বললে? 
উ :- বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বললো -"ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই"।   
৪) চাষির ছেলে কেমন প্রকৃতির?   
উ :- ভারী অলস প্রকৃতিরঅথচ টাকা-পয়সার লোভ তার ষোলো আনা।   
৫) ছেলের চোখ লোভে চকচক করে উঠলো কেন?   
উ :- বুড়ো চাষী তার ছেলেকে যখন বলল যে আমাদের চাষের জমির নিচে সোনা লুকানো আছে, তখন এই কথা শুনে চাষির ছেলের চোখ লোভে চকচক করে উঠলো।   
৬) বুড়ো চাষির ছেলের বউ কেমন?   
উ :- খুব বুদ্ধিমতী।  
 ৭) চাষির ছেলে কিসের কথা ভাবতে পারতো না?   
উ :- ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারেনা।  
৮) বুড়ো চাষির সংসারে কে কে ছিল ? 
উ :- বুড়ো চাষি, তার ছেলে আর ছেলের বউ।  
৯) বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো ? 
উ :- লোভে চক চক করে উঠলো।  
১০) বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যান নি ? 
উ :- জমির কোন জায়গায় সোনা পোঁতা আছে, সেটা বলে যান নি।  
১১) চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়ে ছিল? 
উ :- পাঁচ বিঘা 
১২) চাষির ছেলের প্রথম রোজকারে কে খুশি হয়েছিল? 
উ :- চাষির ছেলের বউ 
১৩) কোদাল ছাড়া আর কি কি জিনিস দিয়ে মাটি কাটা যায়? 
উ :- নিড়ানি, শাবল ইত্যাদি 
১৪) চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে এলো? 
উ :- হাটে 
১৫) 'ষোলো আনা' শব্দের অর্থ কি 
উ :- পুরোপুরি বা সম্পূর্ণ 
১৬) 'গরিমসি' শব্দের অর্থ কি? 
উ :- আলসেমি 
১৭) চাষির ছেলে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? 
উ :- চাষির ছেলে ছিল ভীষণ অলসকিন্তু টাকা পয়সার লোভ ভীষণ ছিলসে সারাদিন রাত শুয়ে বসে দিন কাটাতোতাই সে 
নিজে চাষ করার কথা ভাবতে পারতো না।  

 



অধ্যায় : কিসের থেকে কি যে হয় 


১) কিশোরী মেয়ে বনে কি করতে যায় ? 
উ :- কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায় 
২) কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল ? 
উ :- কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল 
৩) কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল ? 
উ :- বাঁ হাতে কাটারি ধরেছিল 
৪) ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? 
উ :- হাতির কানে।  
৫) কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? 
উ :- কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে কাঠ কাটার জন্য বনে যেতকাঠগুলি বেশিরভাগই শুকনো থাকতদুপুরে ফিরে সেই কাঠগুলো দিয়ে তারা উনুন জ্বালাতো রান্না করবার জন্য 
৬) কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? সে রেগে গিয়ে কি করেছিল? 
উ :- কাঠবেড়ালি রেগে গিয়েছিল কারণ কাঠ কাটতে এসে মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার লেজ কেটে গিয়েছিল 
রেগে গিয়ে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা ফলে কামড় দিয়েছিল 
৭) হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে পাখির কি ক্ষতি করেছিল? 
উ :- হরিণ ভয় পেয়েছিল কারণ সে গাছের নিচে শুয়ে ছিল তার ওপর গাছ থেকে কাঠবেড়ালি একটি ফল ফেলেছিল আবার যদি তার মাথায় ফল পড়ে তাই সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিলযাবার সময় ছোট পাখিদের বাসাডিম ভেঙ্গে দিয়েছিল 
৮) হাতি কেন চাষিদের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? 
উ :- হাতি যখন জঙ্গলে যাচ্ছিল তখন হঠাকরে একটা ছোট পাখি এসে তার কানে ঢুকে পড়েছিলতাই সে যন্ত্রনায় দৌড়াদৌড়ি করে চাষীর ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল 
৯) কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির কোন হাতে কামড়ে দিয়েছিল? 
উ :- ডানহাতে।  
১০) কিশোরী মেয়েটি কাঠ পিঁপড়ের কোথায় সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল? 
উ :- কোমরে 

 



অধ্যায় : আগমনী




১) 'আগমনী' কবিতাটি কার লেখা ?

উ :- প্রেমেন্দ্র মিত্রের লেখা। 

২) কবি প্রেমেন্দ্র মিত্র কত সালে জন্মগ্রহণ করেন ?

উ :- ১৯০৪ সালে।  

৩) শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে ?

উ :- বর্ষা ঋতু। 

৪) শরৎকালে বাঙ্গালীদের কি কি উৎসব হয় ?

উ :- দুর্গাপুজো কালীপুজো ইত্যাদি হয়। 

৫) শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে ?

উ :- শরৎকালে আকাশে বাতাসে সূর্যের তাপ কমে আসে, প্রকৃতি বিভিন্ন ফুলে ভরে ওঠে চারিদিকে একটা স্নিগ্ধতা বিরাজ করে 

শরতকালের মেঘ দেখতে কেমন। শরতকালের মেঘ দেখতে সাদা পেঁজা তুলোর মত যা ছন্নছাড়া ভাবে আকাশে এখানে সেখানে ঘুরে বেড়ায়। 

৬) শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো। 

উ :- আকাশে সাদা মেঘ আর মাঠে সাদা কাশফুল। 

৭) শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য বলো। 

উ :-শরৎকালে নীল আকাশ দেখা যায় এবং সেই আকাশে মেঘ সাদা মেঘের ভেলা দেখা মেলে। এই সময় মাঠঘাট কাশ ফুলে ভরে ওঠে। শরৎকালের দুই জাতির মহা উৎসব দূর্গাপুজো এবং ঈদ পালিত হয়। এই সময় ছুটিতে সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে দূর দূরান্তে। শরৎকাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার খুশির আমেজ মনের মধ্যে সারা বছরই থেকে যায়। 

 ৮) প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্রের নাম কি 
উ :- 'ঘনাদা'। 




অধ্যায় : উড়ুক্কু ভূত



১) শৈলেন ঘোষের জন্ম কত সালে

উ :- ১৯২৮ সালে।

২) কবি শৈলেন ঘোষের লেখা প্রথম কবিতা কোনটা ?

উ :- 'মাস পয়লা'।

৩) ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল ?

উ :- কাক ছানা।

৪) কাক ছানাটা কোন গাছের ডালে বসে ছিল ?

উ :- নিম গাছের ডালে বসে ছিল।

৫) আমড়া গাছে কে বসেছিল ?

উ :- হুতুম মুখো পেঁচা।

৬) কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল ?

উ :- গুটি পোকা।

৭) ভূতের চেহারা কেমন ?

উ :- ভূতের চেহারাটা ছিল ড্যাবরা ড্যাবরা চোখ, থ্যাবরা থ্যাবরা নাক আর ফিনফিনে ফুরফুর। হাত নেই, পা নেই। ধর কাটা, নড়া ছটকানো ভূত।

৮) ভূতকে দেখে হুতুম মুখো প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল ?

উ :- হুতুমমুখো পেঁচা ভূতকে দেখে অজান্তে গম্ভীরভাবে ধমকে উঠেছিল। তারপর সে বাঁ চোখ খুলে ডান চোখ বুজেছে আবার ডান চোখ বুজিয়ে বাঁ চোখ খুলেছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গিয়েছিল। তারপর ভয় পেয়ে গিয়ে গিয়ে ঢোক গিলতে গিলতে দম আটকে স্বর্গে চলে গেছে।

৯) গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা বলেছিল ?

উ :- গুটি পোকা ভূতকে দেখে এদিক থেকে ওদিক ঘুরে বসেছিল। আর মনে মনে বলেছিল "ছাই, ভূত না আরো কিছু"।

১০) বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল ?

উ :- বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জলে গোলা রঙ বেরিয়ে এসেছিলা। শেষে মনে হল এটা একটা খবরের কাগজ। কে যেন তাতে ভূতের  ছবি এঁকে দিয়েছিলো। 

১১) গুটি পোকা কোন গাছে ছিল ?

উ :- বেগুন গাছে। 

১২) কাঠবেড়ালি কোন গাছে ছিল ?

উ :- পেয়ারা গাছে। 

১৩) হুতুম পেঁচা কোথায় ছিল ?

উ :- আমড়া গাছে। 

১৪) কাক  ছানা কোথায় ছিল ?

উ :- নিম গাছের ডালে। 



অধ্যায় : ঘুমিয়ো নাকো আর


১) 'ঘুমিয়ো নাকো আর' কবিতাটি কার লেখা ? 
উ :- বিমল চন্দ্র ঘোষ এর লেখা।  
২) বিমল চন্দ্র ঘোষ কত সালে জন্মগ্রহণ করেছিলেন ? 
উ :- ১৯১০ সালে।  
৩) কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন ? 
উ :- খোকন।  
৪) 'কল্পলোক' মানে কি ? 
উ :- 'কল্পলোক' কথার অর্থ হল কল্পনার পৃথিবী।  
৫) কে চরকা কাটে ? 
উ :- স্বপ্নবুড়ি চরকা কাটে।  
৬) দিগন্তহীন মাঠটির নাম কি ? 
উ :- তেপান্তরের মাঠ।  
৭) ঝিল্লিরা কিভাবে ডাকে ? 
উ :- রিমঝিম ঝিম ঝিরির ঝিঝির করে ডাকে।  
৮) নিঝুম রাতে অশত শাখে কে চেঁচায় ? 
উ :- হুতুম পেঁচা।  
৯) জানলা দিয়ে কে মুখ বাড়ায় ?  
উ :- রাজপুত্রের ঘোড়া।  
১০) তার সাজ পোশাক কি রকম ? 
উ :- মাথায় মুক্ত গাঁথা ঝালর আর হিরের লাগাম।  
১১) কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় ?  
উ :- ঘোড়া রাজপুত্রকে পিঠের উপর বসে অচিন দেশে নিয়ে যেতে চায়।  
১২) কড়ির পাহাড় পেরিয়ে কোন দেশ ? 
উ :- অচিন দেশ।  
১৩) অচিন দেশে কে থাকে ? 
উ :- রূপ কুমারী থাকে।  
১৪) রূপকথার দেশটি কেমন ? 
উ :- থমথমে।  
১৫) ঘোড়াটির চোখগুলি কেমন ? 
উ :- ডাগর।